কৃষি ভিসায় আবেদন করার নিয়ম | ৬ টা কোম্পানির নাম ও ওয়েবসাইট | Seasonal Visa UK 🇬🇧 England London
ইংল্যান্ডে ৫৫ হাজার লোক নেওয়া হবে কৃষি ভিসা। শুধু বাংলাদেশ থেকে নয় বিভিন্ন দেশ থেকে লোক নেওয়া হবে। খরচ হবে ২৬০ পাউন্ড এর মত। আপনি এই ভিসার মাধ্যমে ৬ মাস কাজ করতে পারবেন। ৬ মাস পর আবার দেশে চলে আসতে হবে। একবার যেতে পারলে পরবর্তি বছর গুলোতেও আপনি যেতে পারবেন। কোন ছয় কোম্পানির কাছ থেকে আপনার স্পনসর শিপ নিথে হবে নিচে তা দেওয়া হলোঃ
- AG Recruitment & Management Ltd
- Concordia (UK) Ltd
- Fruitful Jobs Limited
- HOPS Labour Solutions Limited
- Pro-force Limited
- RE People Limited
উপরের ছয় টা কোম্পানি কে গুগলে সার্চ করে তাদের ইমেইল ঠিকানায় আপনার সিভি ও কভার লেটার পাঠাতে হবে। আপনাকে যোগ্য মনে করলে আপনার মেইলে ওরা একটা ইমেইল করবে আপনাকে। যেটাতে স্পনর লেখা থাকবে। স্পনসর টি দিয়ে নিচের লিংকে গিয়ে আবেদন করতে হবে। সাথে পাসপোর্ট দিতে হবে। এখান থেকে স্পন্সর নিয়ে আপনাকে নিচের লিংকে আবেদন করতে হবে। ব্যাংকে আপনার নামে ১২৭০ পাউন্ড থাকতে হবে। যা ব্যাংক স্টেট মেন্ট হিসাবে আপনাকে দেখাতে হবে। পল্টি ফার্মের জন্য আপনি ১৮ ই অক্টোবর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন। আর হর্টিকালচার ভিসা বছরের যে কোন সময় মোট ছয় মাস। কাজ শুরু হওয়ার ১৪ দিন আগে আপনাকে ইংল্যান্ডে যেতে হবে।
আবেদনের লিংক
Post information
- Category: