Remote income from Bangladesh ভিডিও ব্লগ তৈরী করে আয় করুন ২০২৩ সালে
ধাপ ১ঃ একটি ভিডিও ব্লগ তৈরী করতে প্রথমে আপনাকে একটি বিশ্বস্ত ডোমেইন ও হোস্টিং প্রভাইডার থেকে ডোমেইন নেম ও হোস্টিং কেনা লাগবে। যেখান সেখান থেকে এগুলা কিনলে কয়েক দিন পর দেখা যাবে কোম্পানি উধাও হয়ে যাবে।
এরপর আপনার যে টি লাগবে সেটা হলো সিএম এস। WordPress হলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সি এম এস। এর সাহায্যে আপনি যেকোন ডাইনামিক সাইট করতে পারবেন। ডাইনামিক সাইট হলো যেটা আপনি নিজেই ফেসবুকের মতো চালাতে পারবেন কোন ডেবলপার ছাড়া। যদিও ওয়ার্ড প্রেস ফ্রি তবে ডোমেইন এ হোস্টিং এর জন্য আপনার কিছু খরচ করতে। একটি ভালো কোম্পানি থেকে ডোমেইন নিলে আপনার বছরে খরচ হবে সারনত বছরে ১৫ ডলার ও হোস্টিং এর জন্য সর্বনিম্ন প্রতি মাসে ৮ ডলার। যা একজন নতুন ব্লগারের জন্য কঠিন হয়ে পরে। Bluehost কে অনেক ধন্যবাদ । কারন এই কোম্পানি ৬০% ছাড়ে ডোমেইন হোস্টিং দিচ্ছে। আমেরিকার বিস্বস্থ প্রতিষ্ঠান এটি। এখান থেকে ডেমেইন হোস্টিং কিনলে কোম্পানি পালানোর কোন সুযোগ নেই।
Post information
- Category: